টাঙ্গাইলের ঘাটাইলে আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মো. শাজাহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘাটাইলের সকল ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল বের করে। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ট্রাক মালিক সমিতির সামনে এসে শেষ হয়। পরে তারা সংবাদ সম্মেলন ও ইউএনও কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী আরজু, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, ১০ নং রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, সভাপতি পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. খলিলুর রহমান তালুকদার, যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ খান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন