নাটোর শহরে অভিযান চালিয়ে ২টি ক্লিনিক কর্তৃপক্ষকে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই অভিযান পরিচালনা করেন। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ক্লিনিকগুলো হলো-শহরের মলিকহাটি এলাকার জমেলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বনবেলঘরিয়া বাইপাস এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও হরিশপুর বাইপাস এলাকার জনতা ক্লিনিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, ক্লিনিক বা হাসপাতাল ব্যবসা পরিচালনার লাইসেন্স না থাকা এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন কারণে শুভেচ্ছা হাসপাতালকে ১ লাখ ৫ হাজার টাকা, জনতা ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের মলিকহাটি এলাকার জমেলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কাউকে না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান প্রমুখ। সিভিল সার্জন জানান, এটি একটি চলমান অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই