ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাউতলী এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ থেকে ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
রেলওয়ে পুলিশ জানায়, রাতে স্থানীয়রা রেললাইনের পূর্ব পাশে অজ্ঞাত ওই ব্যক্তিকে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেতাফুর রহমান জানান, কোনো একটি ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন