কিশোরগঞ্জ জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে দুদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়েছে।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আজ শুক্রবার থেকে এ ম্যাচ শুরু হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিচ্ছে লাক্কু নন্দী একাদশ বনাম মরহুম শফিকুল হোসেন খান অ্যাডভোকেট একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার লাক্কু নন্দী, জেলা টিমের সাবেক ক্যাপ্টেন কাব্বী পারভেজ, জেলা টিমের সাবেক খেলোয়াড় কামরুল হাসান সামু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট সেক্রেটারী হোসেন সারোয়ার লিটন, জেলা টিমের সাবেক খেলোয়াড় রাশেদ সাজ্জাদ পরাগ, ক্রিকেট কোচ আশরাফ উদ্দিন স্বপন, কিশোরগঞ্জ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শহিদুল হক লালু, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সুমন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন