বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল জাতের ডাল ফসলের চাষাবাদ নিয়ে মাগুরা পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র (বিনা) মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে কৃষক প্রশিক্ষণ।
বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। মাগুরা বিনা মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্নিগ্ধা রায়। বক্তব্য রাখেন বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিলুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা।
প্রশিক্ষণে জানানো হয়, বিনা এ পর্যন্ত ৩৩ টি জাতের উচ্চ ফলনশীল ডালের জাত উদ্ভাবন করে এটির চাষ মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেছে। এগুলো অন্য জাতের ডালের চেয়ে স্বল্প জীবনকালিন হওয়ায় কৃষকরা দু’টি ফসলের আবাদের মাঝে এটি চাষ করে অতিরিক্ত একটি ফসল ঘরে তুলতে পারেন। পাশাপাশি ডাল চাষ মাটির স্বাস্থ্য ভাল রাখায় কৃষকরা উপকৃত হন। প্রশিক্ষণে ২ শতাধিক কৃষক কিষাণী অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন