দিনাজপুর-ঢাকা মহাসড়কে মেয়ের বাড়ি থেকে সাইকেল নিয়ে ফেরার পথে চলন্ত ট্রাকের চাপায় আব্দুল হাদি(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে নিহতের শরীর দ্বি-খণ্ডিত হয়ে যায়।
শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর কলেজ বাজার বটতলী মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাদি(৫৫) দিনাজপুরের বিরামপুর পৌরসভার পারভবানীপুর (মুন্সিপাড়া) মহল্লার আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, শুক্রবার সকালে আব্দুল হাদী সাইকেল নিয়ে মেয়ের বাড়ি থেকে বিরামপুর শহরে আসছিল। পথে কলেজ বাজার বটতলী মোড়ে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা আলু বোঝায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ওই ব্যক্তির শরীর দ্বি-খণ্ডিত হয়ে মারা যান। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বিরামপুর কলেজ বাজার বটতলী মোড়ে আলু বোঝায় ট্রাকের চাপায় সাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। দিনাজপুর ট-১১-০১৭৪ নম্বরে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন