রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া এলাকার নিজ দোকান থেকে ইয়াকুব আলী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ইয়াকুব আলী পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, শুক্রবার ভোরে বাজারের নৈশ প্রহরীরা দেখতে পান একটি দোকানের শাটার গেট অর্ধেক খোলা। এসময় তারা শাটার তুলে দেখেন দোকানের ভিতরে গলার সাথে গামছা ও কারেন্টের তার পেচানো অবস্থায় ইয়াকুব আলীর মরদেহ ঝুলছে। পরে তারা গোদাগাড়ী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিচে নামিয়ে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহত ইয়াকুব এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত। সবার সাথ সাধারণভাবেই চলাফেরা করতেন। নিয়মিত নামাজও পড়েন। এখন কী কারণে কারা তাকে হত্যা করেছে পরিবারের লোকজন তা বলতে পারছেন না। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ