বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কিশোরগঞ্জের কটিয়াদীতে তালবীজ রোপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন কটিয়াদী রক্তদান সমিতি ও ফজিলান্নেছা রুবী ফাউন্ডেশন যৌথভাবে তালবীজ রোপন কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে কটিয়াদী উপজেলার বোয়ালিয়া-ভাংনাদী গ্রামে ফসলের মাঠ সংলগ্ন রাস্তার দুইপাশে তালবীজ রোপন করা হয়।
এসময় কটিয়াদী রক্তদান সমিতির উপদেষ্টা ও ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান রুমী, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বেচ্ছাসেবক জিসান আজাদ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ, শিক্ষক সায়েম খান, ছাত্রনেতা তানজীম খান ফরহাদ, মাহফুজুর রহমান, ইমরান হোসেন রিপন, মাসুদ রানা জয়, হাসানুর রহমান সাকিন, আসিকুর রহমান লালন, আবু সিদ্দিক, আব্দুল মনাক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ