কুড়িগ্রামের রাজারহাটের দুটি এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রামের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, রাজারহাটের সিঙ্গারডাবড়ী বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য রিফাত হোটেলকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির জন্য মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপর এলাকা কাশেম বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে একটি চায়ের দোকানকে ১ হাজার টাকা এবং মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ১ হাজার টাকাসহ মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল লতিফ এবং থানা পুলিশের সদস্যরা এতে অংশ নেন।
বিডি প্রতিদিন/আল আমীন