বগুড়ার শেরপুরে তিন বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় রনি ওরফে রকি (১৪) নামের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা দক্ষিণপাড়া গ্রামের মো. বাটুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ভুক্তভোগী ওই শিশুর মা একই গ্রামের মোছা. বেবি খাতুন পুলিশি অভিযানে গ্রেফতার হওয়া রকি ওরফে রনির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, আয়রা দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর আলমগীর হোসেনের তিনবছর বয়সী শিশুকে গত ১০ নভেম্বর বিকেলে স্থানীয় বাজারের হোটেল থেকে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশি রনি ওরফে রকি তার বসতবাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে তার শয়নকক্ষে নিয়ে শিশুটিকে বলাৎকার করে।
এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা বসতবাড়ির ওই শয়নকক্ষে গেলে ওই কিশোর পালিয়ে যায়। পরে রক্তমাখা জামা-কাপড় ও অসুস্থ অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তিনি হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দেন। এরপর অভিযান চালিয়ে মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন