ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিলের প্রধান গেটের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক সমাবেশে শ্রমিক ও আখ চাষি নেতৃবৃন্দ ৫ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসব দাবি আগামী ৭ দিনের মধ্যে না মানলে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন কর্মচারী ফেডারেশন বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
ফরিদপুর চিনিকল এর সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে,সাবেক শ্রমীক নেতা মোঃ নজরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল হক ,আখ চাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বাবলু সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন খান আখ চাষী নেতা ওসমান গনি মোল্লা, আব্দুল হাই বাঁশি, শ্রমজীবী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারী, শ্রমীক-কর্মচারী পরিষদের সভাপতি বাবু সুভাষ রায় ,সাবেক শ্রমিক নেতা আবুল বাশার, মোঃ উজ্জ্বল শেখ, মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ ।
বিডি প্রতিদিন/হিমেল