দিনাজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণ শীর্ষক সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও ব্রাকের সহযোগিতায় জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভার সিটি কর্মসূচির আওতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ডিভিশনাল ম্যানেজার জেন্ডার অ্যান্ড জাস্টিজ ডাইভার সিটি কর্মসূচির সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও ব্রাক দিনাজপুর জেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম।
পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচি) মো. আব্দুর রহিম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কৃষক নেতা বদিউজ্জামান বাদল, শ্রমিক নেতা এস এম চন্দন, সংগীত শিল্পি বাসুদেব শীল, সাংবাদিক রতন সিং, রফিকুল ইসলাম ফুলাল ও আরিফুল আলম পল্লব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই