২২ নভেম্বর, ২০২০ ২২:২৮

দিনাজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

দিনাজপুরে প্রেমিকাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় মাহফুজ আলম ওরফে মানিক নামে একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। 

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুঞা আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

আসামি মাহফুজ আলম ওরফে মানিক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি ও আসামি পক্ষে অ্যাড.শফিউল আলম পরিচালনা করেন।

কোর্ট ইন্সপেক্টর আব্দুল মজিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ১৬ জুলাই সন্ধ্যার পর মৌ মার্কেটে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় তার বাড়ির অদূরে কালীরডাঙ্গা নামকস্থানে মানিক তার সাবেক প্রেমিকা মৌকে আটক করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মৌর বাবা আব্দুল মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামিদের উল্লেখ করে পরদিন ১৭ জুলাই মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর