২৫ নভেম্বর, ২০২০ ২০:৩৯

শেরপুর পৌরসভার উদ্যোগে জাদুঘর উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

শেরপুর পৌরসভার উদ্যোগে জাদুঘর উদ্বোধন

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার উদ্যোগে একটি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শেরপুরের ১৫০ বছরের পুরাতন পৌরসভার চারু ভবনে অবস্থিত এ জাদুঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। 

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ।

যাদুঘরে দেড়শত বছরের পুরোনো শেরপুর পৌরসভার দুর্লভ আসবাসপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিময় নানা ছবি, গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে। 

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, শেরপুরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে শেরপুর জেলায় প্রথমবারের মতো যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এতে বর্তমান প্রজন্ম আমাদের অতীত ইতিহাস জানতে পারবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর