ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন। বুধবার বিকেলে তিন দিনের সফরে তারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যান।
বিজিবি দক্ষিণ পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন) কমান্ডার (অতিরিক্ত মহাপরিচালক) ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হোসেন ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলটি চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের ১২০ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) অধিনায়ক রত্নেশ কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২৫ থেকে ২৭ নভেম্বর পযর্ন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। আগামী ২৭ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা রয়েছে।
কুমিল্লা সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম ফজলে রাব্বি জানান, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
বিডি প্রতিদিন/এমআই