২৬ নভেম্বর, ২০২০ ১৪:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

একাধিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছ জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সদরে কর্মরত ৬০জন এ কর্মসূচিতে অংশ নেন। 

কর্মসূচী চলাকালে সদর উপজেলা সংগঠনের সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহবায়ক এম. আব্দুল বাছেদ। জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন সভাপতি আরশাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মনির হোসেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সংগঠনের সদর উপজেলা সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক নাজির আহমেদ দিদার, আইরিন চৌধুরী, তাসলিমা খন্দকার, রাজিয়া সুলতান, মারজান বেগম, জেসমিন আক্তার প্রমুখ। 

জেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী ৫১৮জন কর্মবিরতি পালন করছেন। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর