২৬ নভেম্বর, ২০২০ ১৫:০০

নেত্রকোনায় গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে নেত্রকোনায় ভূমিহীন পরিবারদের পুনর্বাসনে বিশেষ প্রকল্পের মাধ্যমে গৃহনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে হতদরিদ্র গৃহহীন দশটি পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাজুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আবদুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের মাধ্যমে ৯ শ ৬০টি পরিবারকে গৃহনির্মাণ করে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল গৃহহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেয়ার মাধ্যমে পুনর্বাসিত করা হবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর