২৬ নভেম্বর, ২০২০ ১৭:৪৫

চাঁপাইনবাবগঞ্জে মাদক-বাল্যবিয়ে রোধে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদক-বাল্যবিয়ে রোধে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক সাহিদা খাতুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোসিকুল ইসলাম তসি, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সদর মডেল থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান, শিক্ষিকা রোকসানা আহমেদ, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু মিয়া, ডাসকো'র ট্রেনিং এ্যাডভোকেসি অফিসার মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান প্রমূখ। 

সমাবেশে ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর