ঠাকুরগাঁওয়ে অটোরিকশা-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আব্দুল মজিদ (৪০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে রানীশংকৈল উপজেলার মীরডাংগী কবরস্থানের সামনে নেকমরদ রাণীশংকৈল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ কাশিপুর ইউনিয়নের মাহারাজা গ্রামের তফিল উদ্দীনের ছেলে।
রাণীশংকৈল থানার এএসআই আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত