৩০ নভেম্বর, ২০২০ ২১:২৯

১৩ শতক জমির জন্য প্রাণ গেল যুবকের

লালমনিরহাট প্রতিনিধি

১৩ শতক জমির জন্য প্রাণ গেল যুবকের

লালমনিরহাটের পাটগ্রামে ১৩ শতক জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আব্দুল খালেক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

নিহত আব্দুল খালেক উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোতাহার হোসেন বাজার এলাকার জমগ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার বিকেল ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে ছোট ভাই ওয়াজেদ আলীর সাথে আব্দুল সাত্তারের জমি নিয়ে সংঘর্ষে বাধে। এতে ১০ জন আহত হয়।

জানা গেছে, দুই ভাই আব্দুর সাত্তার ও ওয়াজেদ আলীর মধ্যে ১৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। গত শুক্রবার সকালে দখলে থাকা আব্দুর সাত্তারের ১৩ শতক জমিতে থাকা ঘর ওয়াজেদ আলীর লোকজন ভেঙ্গে দিলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় আব্দুর সাত্তারের ছেলে আব্দুল খালেকের মাথায় আঘাত করলে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য নিলে কতর্ব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেকের মৃত্যু হয়। এ ঘটনায় ওয়াজেদ আলীর ছেলে রবিউল (৩২) কে পাটগ্রাম থানা পুলিশ গ্রেফতার করেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর