৩ ডিসেম্বর, ২০২০ ২০:৩৯

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন জেলা প্রশাসক

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। 

বুধবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হরিণাকুন্ডু উপজেলার নারায়নকান্দী গ্রামের ইউপি সদস্য আক্তারের অবৈধ বালি উত্তোলন স্থাপনা উচ্ছেদ ও উত্তোলন কাজে ব্যবহারিত তিনটি স্যালোমেশিন জব্দ করেন জেলা প্রশাসক। এ সময় আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের পাইপ ও ব্যারেল সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রিজিয়া আক্তার চৌধুরী, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লাসহ অন্যান্যরা। 

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অবৈধ বালু উত্তোলনকারী ইউপি সদস্য আক্তারসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর