সিরাজগঞ্জে ধানক্ষেতের মধ্যে খড়ের গাদার নিচ থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর লাশটি খড়ের গাদার নিচে রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউপির ফুলবাড়ী তালতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে পার্শ্ববর্তী তেলকুপি গ্রামের ওয়াসিমের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুী জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি শরিফুল। রাতে অনেক খুঁজেও তাকে পাননি স্বজনরা। সকালে ফুলবাড়ি তালতলা এলাকার ধানক্ষেতের মধ্যে খড়ের গাদার নিচে তার লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, নিহত কিশোরের গলায় গেঞ্জি পেঁচানো ছিল। মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে খড়ের গাদার নিচে লাশ লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন