৫ ডিসেম্বর, ২০২০ ১৫:০০

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার এন্টিজেন টেস্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার এন্টিজেন টেস্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে এন্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার  ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর ফলে কম সময়ে করোনার ফলাফল জানা যাবে। এসময় ব্রাহ্মণবাড়িয়ার পাশাপাশি আরও ৯টি জেলার এন্টিজেন প্রাথমিকভাবে পরীক্ষার উদ্বোধন করা হয়। অনলাইনে মন্ত্রী জাহিদ মালেক ছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। পরে হাসপাতালের করোনা ফ্লু কর্নারে এন্টিজেন পরীক্ষা শুরু করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানিয়েছেন, এই টেস্টের জন্য একজন ডাক্তার দুইজন টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাসপাতালে ৫ শতাধিক কিট আনা হয়েছে। এন্টিজেন টেস্টের মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাব। পাইলট প্রকল্প সফল হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর