গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর এলাকা থেকে রোববার সকালে পুলিশ চটের বস্তাবন্দি অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলা বোর্ডঘর-টেকিবাড়ী চানপুর সড়কের চানপুর নামক স্থানে সকালে পথচারীরা বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বস্তার ভেতর থেকে কালো বোরকা পড়া, হলুদ জামা পড়া ও গলায় হামছা দিয়ে হাত পা বাধা ও উড়না দিয়ে গলায় পেঁচানো ছিল।
কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরি জানান, দুবৃর্ত্তরা দুরের কোথাও হত্যা করে এই এলাকায় লাশ ফেলে রেখে চলে গেছে।
বিডি প্রতিদিন/আল আমীন