নোয়াখালী পৌরসভার হরিনারায়নপুরে বৃদ্ধাশ্রমের অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে এই কম্বল বিতরণ করা হয়।
বৃদ্ধাশ্রমের পরিচালক মো. বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজ সেবা অধিদফতরের সহকারী উপ-পরিচালক বেলাল হোসেন ও নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ বক্তব্য দেন।
প্রধান অতিথি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। দীর্ঘ ১৫ বছর থেকে হতদরিদ্র, বৃদ্ধ ও স্বামী পরিত্যক্ত বয়স্ক নারীদের এই আশ্রমে স্থান দেওয়া হয়েছে। টিসিএম নামক প্রতিষ্ঠানের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০ জন ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ নারী এখানে বসবাস করছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ