“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান”-এই প্রতিপাদ্যাকে সামনে রেখে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর সম্মানে সকল কর্মকর্তাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার রাজবাড়ী সরকারী কর্মকর্তা ফোরামের আয়োজনে অফিসার্স ক্লাব মঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈদুল ইসলাম ভূইয়া, নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক সারমিন নিগার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীনসহ রাজবাড়ীর সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভার পূর্বে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালি নিয়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকসহ অনেকে।
প্রতিবাদ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন