জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা এবং অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পটুয়াখালী জেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে সার্কিট হাউজ থেকে একটি প্রতীকী শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জেলা ও দায়রা জজ রুখসানা পারভিন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, সিভিল সার্জন ডাক্তার মো. জাহাংগীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ফারজানা