একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যাকারী পাক সেনাদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুদ্ধিজীবী দিবসে আজ সোমবার এসব কর্মসূচি পালন করে ‘জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন। সাইকেল র্যালির পর বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সভাপতি ইয়াকুব বাদশা। কর্মসূচিতে বক্তব্য দেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী বরজাহান, ছাত্রনেতা তামিম শিরাজী প্রমুখ। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ