শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়ায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা জানাল জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ‘কৈচড় বধ্যভূমি’তে মোমবাতি প্রজ্জলন করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
বগুড়া সদরের কৈচড় বধ্যভূমিতে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সভাপতি তৌফিক হাসান ময়না, ফাঁপোর ইউপি চেয়ারম্যান মহরম আলী সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষেরা বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ‘কৈচড় বধ্যভূমি’তে ২৬ জন শহীদ শায়িত রয়েছেন। বধ্যভূমিতে শায়িত শহীদরা হলেন, বগুড়া সদরের চেলোপাড়ার কালিপদ সিংহ, কর্ণ প্রসাদ সিংহ, গজেন্দ্রনাথ সিংহ, শ্যামল চন্দ্র সিংহ, শ্রীবাস দাম, গোলক চন্দ্র দাম, ননী চন্দ্র দাম, নিতাই চন্দ্র দাম, পল্লাদ চন্দ্র দাম, সুধাংশু চন্দ্র দাম ও সুধীর চন্দ্র দাম, ধোপাপাড়ার গুপি চন্দ্র দাম, গোবিন্দ মহন্ত, নিতাই চন্দ্র দাম ও হরি দত্ত, রঘুনাথপুরের গনেশ চন্দ্র ও বিনয় চন্দ্র সাহা, ডোমন গ্রামের নগেন্দ্র নাথ সাহা, নারায়ণ চন্দ্র প্রাং ও হীরেন্দ্র নাথ সাহা এবং কাটনারপাড়ার গৌর গোপাল মহন্ত সহ আরও ৫ জন রয়েছেন যাদের পরিচয় পাওয়া যায়নি।
এছাড়াও সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ খোকন শিশু উদ্যানে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখা দিবসটি উপলক্ষে মোমবাতি প্রজ্জলন করেছে এবং বিকেলে আলোচনা সভায় জেলা শাখার সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এস. এম. মিল্লাত হোসেনের সঞ্চালনায় ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন