মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ২০জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, একটি করে কম্বল ও শাড়ী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ