সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা ও ১৪৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলো- সলঙ্গা থানার ধোপাকান্দি পশ্চিমপাড়া মোক্তার হোসেনের ছেলে ইয়াসীন আলী (১৮), কুড়িগ্রামের ফুলবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাহিন আলম (২৬) ও রংপুর কোতয়ালী থানার সিটকেল্লাবন কুঠিপাড়া গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪২)।
র্যাব-১২ মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, রাতে ধোপাকান্দি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১৪৯ পিস ইয়াবাসহ সাহিন আলম ও ইয়াসিনকে আটক করা হয়।
অন্যদিকে, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার গভীর রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় ভূরুঙ্গামারী হতে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মতিউর রহমানকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার