মাগুরা সদর উপজেলার, ‘এলজিএসপি-৩ প্রকল্পের আওতায়, ২০১৯-২০২০ অর্থ বছরে ২৭ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মাগুরা সদর উপজেলার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫৯ জন দরিদ্র মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ প্রকল্পের’ আওতায় শহরের নোমানী ময়দানে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্র্রিক ফ্যাসিলিটেটর সামছুজ্জোহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন