ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নারীসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কালীগঞ্জ কলাহাটা মোড়ের জামাল উদ্দীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লাইজু খাতুন (২৪) ও সাইফুল ইসলাম (১৯)। এর মধ্যে লাইজু খাতুন কালীগঞ্জ আড়পাড়া মাঠ পাড়া গ্রামের আ. মাজেদের স্ত্রী ও সাইফুল ইসলাম ভোলা জেলার শশিভূষণ থানার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বেডরুম থেকে ৬৬ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে ৫ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর