জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি, তাদের কাছেই জাতির পিতা বঙ্গবন্ধু গাত্রদাহ হয়ে উঠেছে।
তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই বঙ্গবন্ধুকে সহ্য করতে পারছে না বলে তার ভাস্কর্য ভেঙে হৃদয়ের স্বাদ মেটাতে চায়। কিন্তু প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছে এবং থাকবে। ভাস্কর্য ভেঙে ফেললেই বঙ্গবন্ধুকে হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।
মঙ্গলবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে শহর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নব-নির্বাচিত মহল্লা যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ।
ভাস্কর্য ভাঙচুরকারীদের সতর্ক করে দিয়ে ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনরোষের শিকার হতে না চাইলে স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। অন্যথায় তাদের মূল শিখর উৎপাটনে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট তহিদুল হক সরকার, সাবেক আইনজীবী সমিতির সভাপতি নুরুজ্জামান জাহানী, শহর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, যুবলীগ নেতা ফয়সাল ইবনে আজিজ চঞ্চল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই