কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আজকের মানববন্ধনে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশাপূর্ন চাকমার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব চম্পানন চাকমা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ইউসুফ আলী ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য প্রিয়বসু ত্রিপুরা।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা জানান। পাশাপাশি এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর