রাজশাহীর তানোরে চোর সন্দেহে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করা হয়েছে। এরা হলেন মোহর গ্রামের ইসাহাক আলীর ছেলে সেলুন ব্যবসায়ী ফিরোজ কবির (২৪) ও একই গ্রামের আমজেদ আলীর ছেলে ট্রলিচালক জসিম উদ্দীন (২৮)।
লোহার রড় লাঠি সোটা ও হাতুড়ী দিয়ে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন ও একটি পালসার মোটরসাইকেল ভাংচুর করা হয়। সোমবার সকালে ওই ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ফিরোজের পিতা ইসাহাক আলী বাদী হয়ে দেবিপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুর রহিমকে প্রধান করে ১১ জনের নামে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই দুই যুবক পালসার মোটরসাইকেল নিয়ে রবিবার রাত ৯টার দিকে দেবিপুর গ্রামের জোহরার বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি থেকে বের হওয়া মাত্রই দেবিপুর গ্রামের বেলাল হোসেনর ছেলে রহিমসহ কয়েকজন চোর বলে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেল ভাংচুর ও তাদের আটকে রেখে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
সোমবার সকালে তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, হাসান মেম্বার, মামুন মেম্বারসহ কয়েকজন এসে আবারও তাদের মারপিট এবং ফিরোজের পায়ে লোহার জলাই ঢুকিয়ে ফিরোজের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন।
দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফিরোজের মায়ের কাছে মুচলেকা নিয়ে গুরুতর আহত অবস্থায় জিম্মায় দেন। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর