অস্ত্র আইনের মামলায় খালাস পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. টিএম মাহবুবর রহমান। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাও স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক তারিকুল কবির জনাকীর্ণ আদালতে এ আদেশ প্রদান করেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল হামিদ ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ আলম।
উল্লেখ্য যে, ২০১০ সালের ২৫ ডিসেম্বর রাতে ড. টিএম মাহবুবর রহমানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দেখিয়ে পুলিশ অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আল আমীন