নাটোরের লালপুর থেকে ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে উপজেলার বাকনা গ্রাম থেকে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা।
তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একদল সদস্য লালপুর উপজেলার বাকনা গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের রিপন বিশ্বাসকে (৩০) ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ আটক করা হয়।
আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজার গাছ উৎপাদনসহ এর কাঁচা লতা-পাতা ও ফুল বিক্রি করে আসছিল বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই