বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার প্রতিবাদে দিনাজপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। মঙ্গলবার প্রেস ক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) দিনাজপুর জেলা শাখা আয়োজিত জাতির পিতার ভাস্কর্যের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোক্তার আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সাইফুদ্দিন, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা হাসিনা বানু, দিনাজপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক রৌশন আরা বেগম, সুলতানা ফেরদৌসী, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ সাব্বির হোসেন, সহকারী শিক্ষক মো. রাজিউদ্দিন চৌধুরী ডাবিøউ, মমতাজ উদ্দীন, আনিসুর রহমান, শামসুল হক, সাজ্জাদ হোসেন, মাকসুদুর রহমান, মেহেদী মাসুম চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন