১৫ ডিসেম্বর, ২০২০ ২০:০৬

মোংলায় হরিণের মাংসসহ গ্রেফতার ৪ শিকারি

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় হরিণের মাংসসহ গ্রেফতার ৪ শিকারি

মোংলায় হরিণের ২৫ কেজি মাংসসহ গ্রেফতার ৪ শিকারি।

বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার চারজন শিকারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে বিচারক তাদের বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস পাচারকালে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-জপতোষ মণ্ডল (৩৮), টিটু মণ্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মণ্ডল (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের মোংলা, খুলনা ও গোপালগঞ্জে। 

মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার বৌদ্ধমারী বাজার হয়ে দুটি মোটরসাইকেলযোগে তারা যাচ্ছিলেন। এসময় চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ৮টি পলিথিনের ব্যাগ ভর্তি ২৫ কেজি হরিণের মাংস।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইনে মামলা করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর