পটুয়াখালীর কলাপাড়ায় মাস্ক পরিধান না করায় ১৯ পথচারীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ আদলত পরিচালনা করেন।
স্বাস্থ্যবিধি না মেনে ওইসব পথচারী অবাধে ঘেরাফেরার দায়ে প্রত্যেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করেন। এছাড়া তিনি করোনার দ্বিতীয় ঢেউ মোকাকেলায় পথচারীদের মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচার করেন। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নিমূর্ল) আইন, ২০১৮ এর ২৪ (১) এবং (২) ধারা ১৯ জন পথচারীকে ১৯০০ টাকা জরিমানা করা হয়েছে। তাবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল