আবাদ করা বোরো জমি দখলকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষে কালাচান নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কালাচানসহ আহত সুজন, নূর মিয়া, আবুল কালাম, হেলাল, জিকুল মিয়া, আশিক ও আক্কাসের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের মদন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের বিরোধ ও হত্যাসহ ডজন খানেক মামলা চলে আসছে। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের মানিক মেম্বরের আইন বিলের ১ একর ৪৫ শতাংশ জমিতে ৪ দিন আগে বোরো ধান রোপণ করেন।
এ সংবাদের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে রহিছ মিয়ার পক্ষের লোকজন উত্তেজিত হওয়ার খবরে মদন থানার পুলিশ সকাল থেকেই রোপণকৃত জমির পাশে অবস্থান নেয়। পরে দুপুরে রহিছ মিয়া পক্ষের শতাধিক লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে রোপণকৃত জমি নষ্ট করে তাদের দখলে নিতে চেষ্টা করে।
এতে মানিক মেম্বরের লোকজন বাধা দেওয়ায় পুলিশের সামনেই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার দক্ষিণ পাড়া গ্রামের সামনে দুই পক্ষের সংঘর্ষ ঘটায় অতিরিক্ত পুলিশ সুপারসহ (খালিয়াজুরি সার্কেল) পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই