ঘন কুয়াশার কারণে সোয়া এক ঘণ্টা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ থাকায় প্রায় দশ ঘণ্টা দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে চালক-যাত্রীদের। কুয়াশার মাত্রা বেড়ে রিখটার স্কেলে ৪০ শতাংশ নেমে যাওয়ায় মঙ্গলবার ভোররাত ১টা ৫৫ মিনিট থেকে রাত ৩টা ১০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে সেতুর দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তিনটা ১৫ মিনিট পর কুয়াশার ঘনত্ব একটু কমলে দু-একটা করে যানবাহন চলাচল শুরু হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, রাতে ঘুন কুয়াশার কারণে সেতু দিয়ে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে দুপাশে শতশত গাড়ির দীর্ঘ লাইন হয়ে যায়। কুয়াশার ঘনত্ব কমলে দু-একটা করে গাড়ি চলাচল শুরু হয়। তবে যানবাহনের চাপ বেশি হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়। দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাড়ি চালক ইয়াসিন জানান, তীব্র যানজটের কারণে সেতুর পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ে যেতে প্রায় ৫ ঘণ্টা লেগেছে। এতে যাত্রীসহ চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে গাড়ি চালাতেও নানা সমস্যা হয়। মাত্র ৫ ফুট দূরে কী থাকছে, তা দেখা যায় না।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর টোলপ্লাজায় ডিজিটাল ওয়েদার স্কেল রয়েছে। স্কেলে কুয়াশার ঘনত্ব ৪০ রিক্টারের নিচে নেমে আসলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুর ওপর দিয়ে যানচলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব ৪০ রিক্টারের নিচে আসায় রাতে প্রায় সোয়া এক ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। একারণে দুপাশে যানবাহন আটকা থাকায় থেমে থেমে জানজটের সৃষ্টি হয়েছিল। সোয়া এক ঘণ্টা পর চালু করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই