মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে শহীদ নামফলক ব্যাধিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত আলোচনা ও আবৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শামিম ফেরদৌস টগড়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল, সৈয়দ মোস্তফা হোসেন মনি, সংগীত শিল্পী শহিদুল ইসলামসহ কর্নেট সাংস্কৃতিক সংসদের বিভিন্ন সদস্যরা।
বক্তারা বলেন, গত আট বছর ধরে এই মাঠে আমরা নিয়মিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে ১৫ দিন ব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা উদযাপন করে আসছি। এবার করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত আকারে সামাজিক দূরত্ব মেনে এ দিবসটি পালন করছি।
বিডি প্রতিদিন/ফারজানা