বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দাগনভূঞা প্রবাসী ফোরাম নেতৃবৃন্দ। বুধবার সকালে সংগঠনের উপদেষ্টা ও পৌর মেয়র ওমর ফারুক খানের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ ফেনীর দাগনভূইয়া উপজেলা পরিষদের সামনের বিজয় চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাকের হোসেন, দাগনভূঞা প্রবাসী ফোরাম যুগ্ন-আহবায়ক ও কাতার শাখার সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সাউথ আফ্রিকা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আদনান, আহবায়ক কমিটির সদস্য ও সৌদি আরব রিয়াদ শাখার সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন রনি, কাতার শাখার শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তাহের বিটু, প্রবাসী ফোরাম দাগনভূঞা প্রতিনিধি সাইফুল ইসলাম মাসুদ, প্রবাসী রাজ্জাক টিপু, স্বেচ্ছাসেবক ইকবাল, ফাহাদ, মানিকসহ সংগঠনের অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার