কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। শীত বস্ত্রের অভাবে এতিম, ছিন্নমূল, ভাসমান, অসহায় ও হতদরিদ্র শীতার্ত লোকজন কষ্ট করছে। এসব শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সোমবার রাতে কম্বল নিয়ে তাদের মাঝে ছুটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নিলুফা ইয়াছমিন।
এ সময় তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি গ্রামের বিভিন্ন স্থানে গিয়ে এতিম, ছিন্নমূল, ভাসমান, অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে এসব কম্বল বিতরণ করেন। তিনি এ সময় দুই শতাধিক শীতার্ত অসহায়কে কম্বল বিতরণ করেন। দিনের বেলায় দাপ্তরিক কাজ শেষ করে প্রকৃত শীতার্ত অসহায় লোকজনের শীতে কষ্টের কথা বিবেচনা করে তিনি কম্বল বিতরণ করতে এসব এলাকায় রাতের আঁধারে ছুটে যান। এ সময় তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        