বিজয়ের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরাসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার সংসদ ভবন এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরকে সন্ত্রাসীরা তুলে নিয়ে বেদম মারধর করে কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় ফেলে রেখে যায়। বর্তমানে তিনি ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই