বরিশালে এক নারীকে হত্যার পর ব্যারেলে ভরে লাশ গুম চেষ্টার ঘটনার মূল হোতাকে গ্রেফতার করেছে পিবিআই। হত্যাকান্ডের প্রায় এক মাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিমান বন্দর থানার হিজলতলা এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। তার নাম আব্দুল খালেক হাওলাদর। সে গৌরনদী উপজেলার বাসিন্দা এবং বরিশাল নগরীর কাশিপুরে নির্মাণাধীন একটি ভবনের কেয়ারটেকার।
শুক্রবার সকাল ১১টায় নগরীর রূপাতলীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে পুলিশ সুপার হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, বিদেশ পাঠনোর নামে নেয়া প্রায় ৬ লাখ টাকা ফেরত না দেয়ায় এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে গ্রেফতারকৃত খালেক পুলিশের কাছে স্বীকার করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়,২০ নভেম্বর রাত ৮টার দিকে গৌরনদীর ভূরঘাটা বাসস্ট্যান্ডে একটি বাস থেকে মালিকবিহীন একটি ব্যারেল উদ্ধার করা হয়। ব্যারেলের মধ্য থেকে বোরকা পরিহিত অজ্ঞত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই ওই নারীর পরিচয় উদ্ধার করা সম্ভব হলেও হত্যাকারীর পরিচয় উদঘাটন কিংবা তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত নারী গৌরনদী উপজেলার সদরের বাসিন্দা কাতার প্রবাসী মো. সহিদুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে বিদেশ নেয়ার কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছিলো সাবিনা। পরে বিদেশ না পাঠানোয় টাকা ফেরত চান তিনি। কিন্তু টাকা ফেরত না দেয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২০ নভেম্বর সে ওই নারীকে মোবাইল ফোনের মাধ্যমে কাশিপুরে ডেকে আনেন। টাকা ফেরত দেয়া নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে এই হত্যাকান্ড ঘটায় সে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের হয়। জিজ্ঞাসাবাদ শেষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে গৌরনদী থানায় সোপর্দ করার কথা জানান পুলিশ সুপার মো. হুমায়ুন কবির।
বিডি প্রতিদিন/আল আমীন