আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির জ্বালাও পোড়াও এবং খাগড়াছড়ির গডফাদার ওয়াদুদ ভূইয়ার অত্যাচার নির্যাতনের বিপরীতে এবং অসাম্প্রদায়িতক চেতনার পক্ষে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নেই। সারাদেশে যে অপ্রতিরোধ্য উন্নয়ন চলছে তা আরো বেগবান করতে আগামী পৌরসভা নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরীকে বিজয়ী করারও আহবান জানান তিনি।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত দলীয় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গির কবির নানক এই আহবান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। কর্মী সভায় সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক বিদ্রোহী প্রার্থীর তীব্র সমালোচনা করে বলেন, বিদ্রোহী প্রার্থী হয়ে যিনি শেখ হাসিনার সিদ্ধান্ত অগ্রাহ্য করেছেন আওয়ামী লীগে তার আর স্থান নেই। তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক বড় দল। যারা দলের সিদ্ধান্ত অমান্য করবেন; দলকে নিয়ম শৃংখলার মধ্যে রাখার স্বার্থে তাকে চরম মূল্য দিতে হবে। তারা কখনো আওয়ামী লীগের সদস্য পদ পাবেন না। নৌকায় উঠতে পারবেনা। বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মী সমাবেশ শেষে জাহাঙ্গির কবির নানকের নেতৃত্বে নৌকার সমর্থনে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করা হয়। দলীয় কার্যালয় থেকে বের হয়ে নির্বাচনী প্রচারণা চলে শাপলা চত্বর, আদালত সড়কসহ বিভিন্ন এলাকায়।
বিডি প্রতিদিন/আল আমীন