কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় গরু ব্যবসায়ী এক যুবককে আটক করেছে জাামালপুর বিজিবি। আটককৃত ব্যবসায়ীর নাম মো. নুরুজ্জামান (২৫)। সে ভারতের ধুবরী জেলার হাটশিংগীমারী থানার মানকারচরের কানাইমারা গ্রামের মো. সুরৎ আলীর ছেলে।
এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এস এম আজাদ বলেন, আটক গরু ব্যবসায়ীকে মামলা করে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে। ৩৫-বিজিবি জানায়, রবিবার ভোররাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের উজান ঝগড়ারচর নামক এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৭নং এর ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাগরিক নুরুজ্জামান। সে গরু চোরাচালানের টাকা লেনদেনের উদ্যেশ্যে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে রবিবার বিকেলে রৌমারী থানায় একটি মামলা হয়।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি থেকে আটক ওই ভারতীয় নাগরিককে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার